এখনই দেশে ফিরছেন না মুস্তাফিজ
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: রবিবার সাসেক্সের হয়ে গ্লস্টারশায়ারের বিপক্ষে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু আগের দিনে নেটে চোট পান বাঁ কাঁধে। সতর্কতা হিসেবে ম্যাচটিতে খেলানো হয়নি বাংলাদেশের পেসারকে।
সোমবার স্ক্যান রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মুস্তাফিজুর রহমানের চোট কতট গুরুতর। তবে চোটের ধরন যেমনই হোক, আপাতত তাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা কম।
বিসিবির পক্ষ থেকে নিয়মিতই যোগাযোগ হচ্ছে সাসেক্সের সঙ্গে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খোঁজ রাখছেন মুস্তাফিজের।
সোমবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানালেন, আপাতত ব্যবস্থা যা নেওয়া প্রয়োজন, ইংল্যান্ডেই নেওয়া হবে।
তিনি বলেন, ‘এটা জানা যায়নি ইনজুরিটা আসলে কতটুকু, এমনও হতে পারে ফিরে এসে দুই দিন পর খেলতে পারছে। ও হালকা একটা ব্যাথা অনুভব করছে সেটাই আমি জানি। আজকের পর আসলে জানা যাবে। স্ক্যান বা এমআরআই যাই করাবে সেটা করার পর জানা যাবে কতটুকু ব্যাথা বা ইনজুরিটা কেমন, রিকভারি করতে কি সময় লাগবে।’
তিনি আরো বলেন, ‘কিন্তু এখনই দেশে আনার কথা ভাবছি না। ইংল্যান্ডে আমাদের চেয়ে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। আমরা তাই সুযোগটা হাতছাড়া করবো না। যদি বড় কোন ইনজুরিও হয় তাহলে আমার মতে ওইখানে রেখে ইনজুরিটা একেবারে সারিয়ে আনা উচিত।’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও একই কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের এখানে স্ক্যানে অনেক সময় বিস্তারিত সব কিছু উঠে আসে না। প্রযুক্তি আছে। কিন্তু আমাদের রেডিওলজিস্টরা আসলে তো স্পোর্টস ইনজুরি খুঁটিনাটি ওইভাবে হয়ত সব সময় ধরতে পারেন না। ওখানে স্ক্যান করানোয় তাই খুব ভালো হবে। সমস্যা কিছু থাকলে উঠে আসবে।’
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২৫ জুলাই ২০১৬
২৫ জুলাই ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017