ভারতের ফুটসালে চ্যাম্পিয়ন গিগসের মুম্বাই
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: ভারতে শেষ হলো আন্তর্জাতিক তারকা ঝলমলে প্রিমিয়ার ফুটসালের উদ্বোধনী আসর। ছয় দলের ইভেন্টে শিরোপা উৎসবে মেতেছে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি গিগসের মুম্বাই।
১০ দিনের এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইভ-এ-সাইড টুর্নামেন্ট মাতিয়ে গেছেন রোনালদিনহো, কাফু, পল স্কোলস, হার্নান ক্রেসপো ও রায়ান গিগসের মতো সাবেক তারকারা।
ফাইনালে গোয়ার পেডেম স্পোর্টস কমপ্লেক্সে শিরোপা নির্ধারণী ম্যাচে কোচিকে টাইব্রেকারে হারিয়েছে মুম্বাই। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।

দশ মিনিটের প্রথম কোয়ার্টারে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডেভিস মোরায়েসের গোলে লিড নেয় কোচি। চতুর্থ ও শেষ কোয়ার্টারে মুম্বাইকে ম্যাচে ফেরান কলম্বিয়ান অ্যাঞ্জেলট কারো।
গিগস ও মাইকেল সালগাদো দু’দলের দুই আইকনই পেনাল্টি মিস করে বসেন। তবে মুম্বাই গোলরক্ষক নিজে গোল করার পাশাপাশি সাডেন ডেথে প্রতিপক্ষের শট রুখে দিয়ে দলের ট্রফি নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে ম্যানইউর হয়ে ট্রফিময় ক্যারিয়ার পার করা গিগস আরেকটি শিরোপার স্বাদ নিলেন।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২৫ জুলাই ২০১৬
২৫ জুলাই ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017