সবচেয়ে ব্যয়বহুল আইটেম গানে পরীমনি
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘রক্ত’এ অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। যৌথ প্রযোজনার ছবিতে প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন। চুক্তি আগে হলেও নতুন করে খবরে এলেন এই পরী।
তা হলে সবচেয়ে ব্যয়বহুল আইটেম গানে নাচছেন এই আলোচিত নায়িকা। গানের শিরোনামও পরীমনির নামের সঙ্গে মিলিয়ে ‘পরী’ রাখা হয়েছে। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কানিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।
জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, দুই বাংলার সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান হতে যাচ্ছে রক্ত ছবির ‘পরী’ গানটি। গানটির চিত্রায়নে সেট ও আলোক ব্যবস্থাপনায় চাকচিক্য আর চমকের পসরা সাজানো হয়েছে। গানের দৃশ্যধারণ চলছে কলকাতায়।
পরীমনিও জানালেন এটা হবে সবচেয়ে বড় বাজেটের আইটেম গান, যা এর আগে বাংলা চলচ্চিত্রে হয় নি। দুই বাংলাতেই সুপারহিট হবে এই আইটেম গান, এমনটাই জানালেন হালের এই জনপ্রিয় অভিনেত্রী।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২৫ জুলাই ২০১৬
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017