অস্ট্রেলিয়ার বিপক্ষে মেন্ডিসের রেকর্ডময় ইনিংস
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: শ্রীলঙ্কার পালেকেল্লে মাঠে নতুন এক রেকর্ড গড়লেন দেশটির ব্যাটসম্যান কুশল মেন্ডিস। ১৭৬ রানের অসাধারণ ইনিংসে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন উদীয়মান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এই মাঠে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন মেন্ডিস। ছাড়িয়ে গেছেন ইউনিস খানকে। গত বছরের জুলাইয়ে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অপরাজিত ১৭১ রানের ইনিংস উপহার দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং জিনিয়াস।
অজিদের বিপক্ষে সর্বোচ্চ স্কোরারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেন্ডিস। হোবার্টে ২০০৭ সালে কুমার সাঙ্গাকারার ১৯২ রানের ঝলমলে ইনিংসটি এখনো অক্ষত! শুধু তাই নয়, সাঙ্গাকারার পর দ্বিতীয় লঙ্কান ব্যাটসম্যান হিসেবে তিনি অজিদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দেড়শ বা তার বেশি রান করেছেন।
ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে এসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পান মেন্ডিস। এটিও জায়গা করে নেয় রেকর্ড বুকের পরিসংখ্যানে। শ্রীলঙ্কার সবচেয়ে কম বয়সী (২১ বছর ১৭৭ দিন) ব্যাটসম্যান হিসেবে অজিদের বিপক্ষে টেস্ট শতক হাঁকিয়েছেন। আগের কীর্তিটি ছিল কালুভিথারানার (২২ বছর ২৬৭ দিন)।
লো-স্কোরিং প্রথম ইনিংসের পর মেন্ডিসের চোখ ধাঁধানো ব্যাটিংয়ে চতুর্থ দিনে সফরকারীদের ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে লঙ্কানদের ১১৭ রানে গুটিয়ে দেওয়ার পর স্টিভেন স্মিথরা ২০৩ রানে অলআউট হয়। মেন্ডিসময় দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে ৩৫৩ রানের স্কোর দাঁড় করায়।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২৯ জুলাই ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017