আন্তর্জাতিক ফুটবলকে শোয়াইনস্টাইগারের বিদায়
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির অধিনায়ক বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। এক টুইটাবার্তায় তিনি বলেন, ‘আমার প্রিয় জার্মান ভক্তদের জানাতে চাই আমি জার্মান জাতীয় দলের কোচকে অনুরোধ জানিয়েছি আমাকে যেন আর দলে বিবেচনা করা না হয়, কারণ আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
ফলে ইউরো ২০১৬ তে ফ্রান্সের কাছে হেরে যাওয়া ম্যাচটিই দেশের হয়ে শোয়াইনস্টাইগারের ক্যারিয়ারের শেষ লড়াই হয়ে থাকল। শুক্রবার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার সময় ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার ওই হারের হতাশা প্রকাশ করেন।
দেশের হয়ে ১২ বছরের ক্যারিয়ারে ১২০ ম্যাচ খেলা শোয়াইনস্টাইগারের জাতীয় দলে অভিষেক হয় ২০০৪ সালের নভেম্বরে, হাঙ্গেরির বিপক্ষে।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২৯ জুলাই ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017