এবার রোনালদোর নামে বিমান
বেস্ট বায়োস্কোপ ঢাকা: স্টেডিয়াম, বড় সড়ক, বিমানবন্দর বা বড় কোনো স্থাপনার নাম সাধারণত কিংবদন্তিদের নামেই হয়। ক্রিশ্চিয়ানো রোনালদোর নামেও তার জন্মস্থান মাদেইরার বিমানবন্দরের নাম রাখা হয়। এবার রোনালদোর নামে বিমানও আনল আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ার।
আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ার তাদের বোয়িংয়ের নাম দিয়েছেন ‘রায়নালদো’। টুইটারে রোনালদো ও বিমানের ছবি পোস্ট করে এমনটিই জানিয়েছে রায়ানএয়ার।
মাদেইরার রাজধানী ফুনচল। এখানেই জন্মেছিলেন ইউরো কাপজয়ী সিআর সেভেন। আর নিজের নামের বিমানবন্দরেই ওঠা-নামা করছে এই বিমান।
এর আগে নিজের জন্মস্থানে নিজের নামে একটি বিলাসবহুল হোটেলও খুলেছেন রোনালদো।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২৯ জুলাই ২০১৬
২৯ জুলাই ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017