বলিউডের পারিশ্রমিকে সবচেয়ে এগিয়ে দীপিকা
বেস্টবায়োস্কোপ ডেস্ক:
তিনি এখন শুধু জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নন সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী বলিউড তারকাদের একজন হিসেবেও পরিচিত। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘পদ্মাবতী’তে রাজি হওয়ার পর দীপিকা পাড়ুকোনকে নিয়ে এমনটাই জল্পনা চলছে পুরো বলিউড পাড়ায়। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর সিংহ।
শোনা যাচ্ছে পারিশ্রমিকের বিচারে তিনি পিছনে ফেলেছেন প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফকে।
জানা গেছে, এখন এক একটি প্রজেক্টের জন্য দীপিকার পারিশ্রমিক ১৫ কোটি টাকা। যেখানে প্রিয়ঙ্কা চোপড়া, কারিনা কাপুরের সে ধরনের প্রজেক্ট পিছু পারিশ্রমিক ৯ কোটি টাকা।
সম্প্রতি শোনা গিয়েছিল ‘রেঙ্গুন’ ছবির জন্য ১১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন কঙ্গনা। কিন্তু পরে শোনা যায় সে ছবির জন্য ৩ কোটি টাকা দেওয়া হয় তাঁকে।
সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘পদ্মাবতী’র জন্য নাকি নিজের পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন দীপিকা। আর সে কারণেই তিনি এখন হাইয়েস্ট পেড নায়িকাদের তালিকায় রয়েছেন এক নম্বরে।
বলিউড চলচ্চিত্রে তাঁর কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কারও লাভ করেন।
বেস্টবায়োস্কোপ, বিনোদন
পহেলা আগস্ট, ২০১৬