হাফিজের বোলিং শোধরাতে ক্রোয়ের সহযোগিতা চেয়েছে পিসিবি
বেস্টবায়োস্কোপ ডেস্ক:
ইংল্যান্ডের আইসিসি বোলিং পর্যবেক্ষকের কাছে পরীক্ষা দেবার আগে বোলিং অ্যাকশন শোধরানোর জন্য যুক্তরাজ্যের বোলিং কোচ কার্ল ক্রোর সহযাগিতা কামনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির এক সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইতোমধ্যেই ক্রো গত তিনদিন ওস্টারশায়ারে হাফিজের সঙ্গে কাজ করেছে। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে তৃতীয় টেস্ট শুরুর আগে ওস্টারশায়ারে পাকিস্তান অনুশীলন ম্যাচ খেলেছে।
এ সম্পর্কে ওই কর্মকর্তা বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইনের সাথে ক্রো অনেক কাজ করেছে এবং তার ফলও ভালো ছিলো। সে কারণেই জাতীয় দল ব্যবস্থাপনা থেকেও তার নাম সুপারিশ করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হাফিজের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ১২ জুলাই। আইসিসির আইনানুযায়ী হাফিজ এখন বোলিং পর্যবেক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই হাফিজ পরীক্ষা দিতে পারবেন।
বেস্টবায়োস্কোপ, স্পোর্টস
পহেলা আগস্ট ২০১৬