রক্ত’র টিজারে অন্যরকম পরীমনি
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: মুক্তি পেল যৌথ প্রযোজনার ছবি রক্ত এর টিজার। ছবিতে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তার সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত রোশন।
সুমন পরিচালিত ছবিটির টিজার সোমবার রাত ৮টায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে উন্মুক্ত করা হয়। টিজারে নিজের দর্শকদের চমকে দিয়েছেন পরীমনি। ভক্তদের সামনে নতুন রুপে হাজির হলেন ঢালিউডের আলোচিত এই নায়িকা। বরাবরই খোলামেলা দৃশ্যে সাহসী অভিনয় করে আলোচনায় থাকা পরীমনি এবার একশন লেডি।
টিজারের প্রায় পুরোটা জুড়েই ধুন্ধুমার সব মারামারির দৃশ্যে দেখা গেলো তাকে। ছবিটিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, ভারতের আশীষ বিদ্যার্থীসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন স্যাভি ও আকাশ। ‘রক্ত’ মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পাবে ছবিটি।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২ আগস্ট ২০১৬
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017