রিও অলিম্পিকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় নেপালের সাঁতারু গৌরিকা
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: আসন্ন রিও অলিম্পিক গেমসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন নেপালি সাঁতারু গৌরিকা সিং। সাঁতারের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে তিনি অংশ নিবেন। এই ইভেন্টের হিটে অংশ নিতে গৌরিকা যেদিন পুলে নামবেন সেদিন তার বয়স হবে ১৩ বছর ২৫৫ দিন।
লন্ডনে বসবাসকারী গৌরিকার জন্য অবশ্য বিষয়টা মোটেই বিস্ময়কর নয়। খুব ছোটবেলা থেকেই তিনি সাঁতারের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। তিনি বর্তমানে ইংলিশ ক্লাব বারনেট কোপথালের হয়ে খেলছেন।
২০১৫ সালের নেপালের ভয়াবহ ভূমিকম্পের সময় জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে লন্ডন থেকে কাঠমান্ডুতে এসেছিলেন গৌরিকা। সেসময় ভূমিকম্পের ভয়াবহতা খুব কাছে থেকে দেখেন গৌরিকা। ঐ সময় তার মা গারিমা ও ছোট ভাই সৌরেনও তার সঙ্গে কাঠমান্ডুতে ছিল।
পরিবারের সাথে দেখা করতে বছরে একবার নেপাল আসেন গৌরিকা। গত আগস্টে রাশিয়ার কাজানে বিশ্ব চ্যাম্পিয়নশীপে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতা করেছেন গৌরিকা। এছাড়া ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে তিনটি ব্রোঞ্জ ও একটি রৌপ্য পদক জয় করেছেন।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২ আগস্ট ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017