বৃৃহস্পতিবার শুরু জাতীয় গেনসিরিউ কারাতে প্রতিযোগিতা
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের যৌথ্য উদ্দোগ্যে শুরু হচ্ছে প্রথম জাতীয় গেনসিরিউ কারাতে প্রতিযোগিতা ও প্রথম জাতীয় জুজুৎসু প্রতিযোগিতা-২০১৬।
বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ১০টা থেকে প্রতিযোগিতার খেলা শুরু হবে।
প্রথমবার আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল থেকে ছেলে ও মেয়ে সর্বমোট ২৫০জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। ছেলে সিনিয়র, মেয়ে সিনিয়র, ছেলে জুনিয়র ও মেয়ে জুনিয়র এই চারটি বিভাগে কাতা ও কুমিতে ইভেন্টে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।
একই ভেন্যুতে পরের দিন শুক্রবার সকাল ১০টা থেকে দিন ব্যাপি অনুষ্ঠিত হবে প্রথম জাতীয় জুজুৎসু প্রতিযোগিতা। দো সো, ফাইটিং সিস্টেম ও নি-ওয়াজা এই তিনটি ডিসিপ্লিনে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।
উক্ত দুটি খেলা পরিচালনার জন্য জাপান থেকে বাংলাদেশে এসেছেন ইন্টারন্যাশনাল গেনসিরিউ কারাতে দো ফেডারেশন জাপানের প্রধান প্রশিক্ষক সিহান ইয়াসিতু সুজুকি। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করবেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক গর্ভনর এম কে বাশার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারের ক্রীড়া ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স,এমপি।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৩ আগস্ট ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017