টেস্টে উইকেটের সেঞ্চুরি স্টার্কের
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: টেস্ট ক্রিকেটে একশ’ উইকেট পূর্ণ করলেন অস্ট্রেরিয়ান পেসার মিচেল স্টার্ক। গলেতে শ্রীলংকার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে নিজের শততম উইকেট শিকার করেন স্টার্ক।
ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ইন ফর্ম ব্যাটসম্যান শ্রীলংকার কুসল মেন্ডিজকে আউট করে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
টেস্ট ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার ৩৭তম বোলার এখন বাঁ-হাতি পেসার। ম্যাচের প্রথম বলেই ওপেনার দিমুথ করুনারত্নেকেও আউট করেন স্টার্ক।
২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া ২৬ বছর বয়সী এ পেসার নিজের ২৭তম টেস্টেই একশ উইকেট শিকার করলেন। ৫১ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৯৮।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৪ আগস্ট ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017