এবার কলকাতায় শাকিবের শ্যুটার
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: ইতোমধ্যে বাংলাদেশি দর্শকদের মন জয় করেছে শাকিব খানের শ্যুটার। কোরবানি ঈদে রাজু চৌধুরী পরিচালিত ছবিটি দেশের প্রায় দেড়’শ হলে মুক্তি পেয়েছে।
এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে কলকাতার হলে। কলকাতায় ছবিটি মুক্তি পাবে ভেঙ্কটেশ ফিল্মসের মাধ্যমে।এ সম্পর্কে ছবিটির প্রযোজক ইকবাল হোসেন জয় বলেন, ‘সাফটা চুক্তির আওতায় ‘শুটার’ কলকাতায় মুক্তি পাবে। আর বাংলাদেশেও আসবে কলকাতার একটি নতুন ছবি। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে বিষয়টি নিয়ে আমাদের চূড়ান্ত কথা হয়। তবে ছবি মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি। আর কলকাতার কোন ছবিটি আসবে সেটা জানতেও আরো কিছুদিন সময় লেগে যাবে’।
‘শুটারে’ অভিনয় করেছেন শাকিব খান, মিশা সওদাগর, সম্রাট, বুবলী, শাহরিয়াজ, জারা, তিথি, এলভিনসহ অনেকে।উল্লেখ, কয়েক মাস আগে সাফটা চুক্তির মাধ্যেমে বাংলাদেশে মুক্তি পায় কলকাতার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কেলোর কীর্তি’। তখন বিষয়টি নিয়ে বেশ জল ঘোলা হয়।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২৪ সেপ্টেম্বর ২০১৬
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017