গোল বন্যা দিয়ে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্ব
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: সিলেট জেলা স্টেডিয়ামে গোল বন্যার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্ব। প্রথম ম্যাচেই ৯ গোল দেখলো সিলেটের দর্শকরা। উক্ত ম্যাচে শেখ জামাল জিতেছে ৫-৪ গোলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠে এল হলুদ আতংকরা।
শেখ জামালের হয়ে জোড়া গোল করেন ওয়েডসন আনসেলমে। এছাড়া জামালের হয়ে বাকি গোলগুলো করেন ল্যান্ডিং, এমেকা এবং নিপু। ব্রাদার্সের হয়ে কিংসলে দুইট গোল, মান্নাফ রাব্বী ও ওয়ালসন করেন একটি করে গোল। উল্লেখ্য অতিরিক্ত সময় যোগ হওয়ার পর ব্রাদার্সের সামনে সু্যোগ আসে সমতায় ফেরার। শেখ জামালের খেলোয়াড় আশরাফুল ইসলামের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারী। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাদার্স ইউনিয়নের ওয়ালসন। ওয়ালসনের নেওয়া পেনাল্টি শুট দারুণভাবে রুখে দেন শেখ জামালের গোলরক্ষক মাকসুদুর রহমান মোস্তাক।
দিনের অপর ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা আবাহনীর বিপক্ষে ৬৫তম মিনিটে শাখাওয়াত হোসেন রনির দেওয়া গোলে এগিয়ে যায় শেখ রাসেল। জুয়েল রানার ৮৪তম মিনিটে দেওয়া গোলে সমতায় ফেরে ঢাকা আবাহনী। দুই গোলের পর আর কোন দলই গোলের মুখ দেখেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুদলকে। শফিকুল ইসলাম মানিকের দল শেখ রাসেল শেষ দিকে আক্রমণের চাপ বাড়ালেও প্রথম জয় তুলে নিতে পারেনি।
আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলো ঢাকা আবাহনী। অন্যদিকে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে শেখ রাসেল। এখন পর্যন্ত কোনো জয়ের মুখ দেখতে পারেনি শেখ রাসেল।
আবাহনীর পয়েন্ট হারানোর ফলে লাভ হলো শেখ জামালের। আট ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ স্থানে উঠে এলো তারা। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়ন রয়েছে সপ্তম স্থানে।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২৫ সেপ্টেম্বর ২০১৬
- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ : শুরু ৪ই আগস্ট - July 31, 2017
- হার দিয়ে শুরু প্রস্তুতি পর্ব - July 11, 2017
- ওয়ালটন ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠেল যারা - May 23, 2017