ফিরেই আশরাফুলের ৩ উইকেট
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: দীর্ঘ তিন বছর পর প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অবশ্য অপেক্ষা করতে হবে আরো দুই বছর। জাতীয় ক্রিকেট লিগ দিয়েই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তিনি।
ব্যাটিংয়ের সুযোগ না পেলেও উইকেট দিয়ে প্রত্যাবর্তন করলেন আশরাফুল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বরিশাল। ম্যাচের ১২তম ওভারে প্রথম বল করতে আসেন আশরাফুল। নিজের করা সপ্তম ওভারে ফজলে মাহমুদকে সাজঘরে ফিরিয়ে তিন বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে উইকেটের দেখা পান তিনি।
এখন পর্যন্ত ১৭ ওভারে ৪৯ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন আশরাফুল।
চলতি বছরের ১৩ আগস্ট আশরাফুল ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে প্রথমে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন আশরাফুল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করায় নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে।
এর মধ্যে দুই বছর নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় শাস্তিটা আসলে তিন বছরের (ঘরোয়া ক্রিকেটে)। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরো দুই বছর লাগবে আশরাফুলের।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২ অক্টোবর ২০১৬
২ অক্টোবর ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017