জাতীয় মহিলা দাবায় শীর্ষে রানী হামিদ-ইভা
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: সাইফ গ্লোবাল স্পোর্টস ৩৬তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের তৃতীয় রাউন্ডে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ গতবারের রানার-আপ নারায়ণগঞ্জের মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিনকে পরাজিত করেন।
সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এই টুর্নামেন্টে রানী হামিদ সাদা ঘুঁটি নিয়ে এ ইভেন্টের শীর্ষ রেটিং প্রাপ্ত খেলোয়াড় শিরিনের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে কান বিশ্লেষণ ধারায় খেলেন।
অন্যদিকে মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা এ রাউন্ডে নারয়ণগঞ্জের জোহরাতুল জান্নাত জিসাকে পরাজিত করেন।
রানী হামিদ ও ইভা ৩ খেলায় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
এ রাউন্ডে সামিহা শারমীন সিম্মী মহিলা দাবা সমিতির আহেলী সরকারকে ও অগ্রনী ব্যাংক দাবা দলের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা মহিলা দাবা সমিতির সাবিকুন নাহার তনিমাকে পরাজিত করেন।নরসিংদীর নোশিন আঞ্জুম একসেস চেস ক্লাবের কিশোয়ারা সাজরীন ইভানার সাথে ড্র করেন।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৬ অক্টোবর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017