ভূটানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: ভূটানের বিপক্ষে জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে জায়গা পেয়েছেন অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসা মামুনুল ইসলাম ও জাহিদ হাসান এমিলি। বুধবার বাফুফে এই স্কোয়াড ঘোষণা করে।
ফিরতি লেগের ম্যাচে ১০ অক্টোবর থিম্পুতে স্বাগতিক ভুটানকে মোকাবলো করবে সফরকারী বাংলাদশে। আর সেই লক্ষ্যে ৭ অক্টোবর ভুটানের উদ্দশ্যে ঢাকা ছাড়বে কোচ সেইন্টফিটের শিষ্যরা।
স্কোয়াড:
গোলরক্ষক: মামুন খান, নেহাল ও রানা।
ডিফেন্ডোর: রেজাউল করিম, রায়হান হাসান, আতিকুর রহমান ফাহাদ, মামুন মিয়া ও তপু বর্মন।
মিডফিল্ডার: এনামুল হক, রুবেল মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, মামুনুল ইসলাম, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট, ইমন মাহমুদ, আতিকুর রহমান মিশু ও এনামুল হক শরীফ।
ফরোর্য়াড: জাহিদ হাসান এমিলি, শাখাওয়াত হোসেন রনি, জুয়েল রানা, জাফর ইকবাল, মেহবুর হাসান নয়ন ও সোহেল রানা।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৬ অক্টোবর ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017