আমিও বরখাস্ত হতে পারি : জিদান
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে যেকোনো সময় অব্যাহতি পেতে পারেন বলে মন্তব্য করলেন জিনেদিন জিদান। দায়িত্বগ্রহণের ৯ মাসের মাথায় তিনি বলেন, তিনি বরখাস্তের ভয় করেন না তবে বিশ্বাস করেন ক্যারিয়ারের একটা পর্যায়ে তার এই সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে।
জিদান বলেন, আমি বরখাস্ত হওয়ার ভয় পাইনা। আমি যা করি খুব আননদ্ নিয়েই করি। আমি আমার কাজে সন্তুষ্ট যেটা সহজ কোনো বিষয় না।’
চলতি বছর জানুয়ারিতে রাফায়েল বেনিতেজের পরিবর্তে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিযুক্ত হন এই বিশ্বকাপজয়ী তারকা। এরপর তার হাত ধরেই নিজেদের ১১তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে মাদ্রিদ।
তবে এখনো দলকে লা লিগা শিরোপা জেতাতে পারেননি জিদান। টানা চার ম্যাচ ড্র করেছে রিয়াল। জিদান মনে করেন, খুব দ্রুতই এই সমস্যা কাটিয়ে উঠবে তার দল। গোল ডটকম
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৭ অক্টোবর ২০১৬
৭ অক্টোবর ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017