টাইগারদের সামনে নতুন অর্জনের হাতছানি
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: বেশকিছুদিন ধরেই জয়ের ধারায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে দুই-এক ম্যাচে হোঁচটখেলেও জিতে নিয়েছে টানা ছয়টি সিরিজ। এবার হাতছানি টানা সাতটি সিরিজ জয়ের।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে পারলে বাংলাদেশ উঠে আসবে টানা সর্বে্াচ্চ সিরিজ জয়ের তৃতীয় স্থানে। অস্ট্রেলিয়ার সঙ্গে সাত সিরিজ জয়ের রেকর্ডে ভাগ বসাবে।
অবশ্য তালিকার প্রথম দুইটি স্থানও অস্ট্রেলিয়ার দখলেই। টানা ৯টি ও ৮টি সিরিজ জিতেছে অজিরা।
২০১৪ সালের অক্টোবরে বাংলাদেশের জয়রথ শুরু হয়। এরপর আর থেমে থাকেনি টাইগাররা। প্রথমে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ। তারপর ঘরের মাটিতেই পাকিস্তানকে ধবল ধোলাই। এরপর ভারতের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকেও ২-১ ব্যবধানে হারায় তারা। এরপর আবারো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়। সর্বশেষ আফগানিস্তানকে হারিয়ে টানা ছয়টি সিরিজ জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা। বাংলাদেশের মতো টানা ছয় সিরিচ জয়ের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডেরও।
তাই শেষ ম্যাচ জিতে নিলে তাদের সবাইকে ছাড়িয়ে যাবে মাশরাফি-সাকিবরা।
ব্স্টে বায়োস্কোপ স্পোর্টস
১১ অক্টোবর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017