বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করছেন মাচেরানো
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন দলের ডিফেন্ডার আর্জেন্টিনার জাভিয়ার মাচেরানো। ২০১৯ পর্যন্ত নতুনভাবে চুক্তিবদ্ধ হবেন তিনি। আগামী সোমবার মাচেরানো নতুন চুক্তি করবেন বলে এক বিবৃতিতে জানায় বার্সেলোনা ক্লাব।
ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে ২০১০ সালে বার্সেলোনায় আসেন আজেন্টিনার রক্ষণদূর্গের প্রহরী মাচেরানো। এরপর আর কোন দলের প্রতি আগ্রহ জন্মায়নি তার। ফলে ক্যাটালান ক্লাবেই নিজের ক্যারিয়ার কাটিয়ে দিচ্ছেন ৩২ বছর বয়সী মাচেরানো।
ক্লাবের হয়ে এখন পর্যন্ত ১৭১টি ম্যাচ খেলে কোন গোল করতে না পারলেও প্রতিপক্ষের অনেক গোল নসাৎ করেছেন ডিফেন্ডার মাচেরানো। বার্সার হয়ে প্রত্যক মৌসুমে নিজের সেরাটা দিয়ে আসছেন তিনি। তাই মাচেরানোর সাথে আরও দু’বছরে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বার্সেলোনা।
এক বিবৃতিতে বার্সেলোনা ক্লাব থেকে জানানো হয়, ‘মাচেরানোর সাথে ২০১৯ সালের জুন পর্যন্ত চুক্তি করা হচ্ছে। আগের চুক্তিটি ছিলো ২০১৭ সাল পর্যন্ত। আগামী সোমবার নতুন চুক্তি করবেন মাচেরানো।’
ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাচেরানো। গোল করেছেন মাত্র ৩টি। গেল বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে উঠার পেছনে অন্যতম ভূমিকা রেখেছিলেন মাচেরানো।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
১৪ অক্টোবর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017