তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড পাচ্ছেন ফারুকী
বেস্ট বায়োস্কোপ, ঢাকাঃ
সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ থেকে পুরস্কৃত হতে যাচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দক্ষিণ এশীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য তাকে দেয়া হচ্ছে এই পুরস্কার। আর এর অংশ হিসেবে তিনি পাচ্ছেন তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড।
আগামী ২০ অক্টোবর উৎসবে প্রদর্শিত হবে ফারুকীর ছবি ‘পিঁপড়াবিদ্যা’। প্রদর্শনী শেষে তিনি হাজির হবেন মঞ্চে। তখনই তার হাতে তুলে দেওয়া হবে এই অ্যাওয়ার্ডটি।
ফারুকি ‘পিঁপড়াবিদ্যা’ সিনেমা দিয়েই শুধু দর্শক মাতাননি। তিনি ব্যাচেলর, মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেলিভিশন সিনেমা নির্মাণ করে হয়েছেন দর্শক প্রিয়। এই ছবিগুলো বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হওয়ার পাশাপাশি পেয়েছে পুরস্কারও।
বর্তমানে ফারুকী ‘ডুব’ এর পোস্ট-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তাছাড়া তিনি ঘোষণা দিয়েছেন আগামী বছর গুলশান ট্র্যাজেডি নিয়ে ‘হলি বেকারি’ নামের নতুন একটি ছবির কাজ শুরু করবেন।
বেস্ট বায়োস্কোপ, বিনোদন
১৫ অক্টোবর, ২০১৬