বিপিএল উদ্বোধনীতে থাকছেনা জমকালো আয়োজন
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: প্রতিবার বলিউড তারকাদের ঝলকানি দেখা গেলেও এবার বোধহয় অন্যপথে হাটছে বিসিবি। আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। এর আগে তিনটি আসরেই দারুণ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে বিপিএল। তবে চতুর্থ আসরে থাকছে না কোন সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনলাাইন নিউজ পোর্টাল জাগোনিউজের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঈসমাইল হায়দার মল্লিক।
এর আগে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে মঞ্চ মাতাতে দেশি তারকাদের সঙ্গে ছিলেন ভারতীয় নাম করা কয়েকজন তারকাও। সেবার ভারত থেকে এসেছিলেন বাপ্পি লাহিড়ী, মালাইকা আরোরা ও বিপাশা বসুর মত তারকারা। দ্বিতীয় আসরে আরও জমজমাট আয়োজন করে বিপিএল। ভারতীয় সুনিধি চৌহান, জ্যাকুলিন ফার্নান্দেজ ও পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলামও এসেছিলেন সেবার।
এরপর তৃতীয় আসরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতায় বলিউডের তারকারা। কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) সঙ্গে ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং ঋত্বিক রোশনের মত তারকারা। এছাড়াও প্রতি আসরেই ছিলেন দেশীয় শীর্ষস্থানীয় তারকারা।
তবে কেন এ আসরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, জানতে চাইলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান মল্লিক। তবে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
১৮ অক্টোবর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017