শিকাগো বুলসে মেসি!
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: মার্কিন পেশাদার ক্লাব শিকাগো বুলসে সই করেছেন লিওনেল মেসি! চমকে ওঠার মতো খবরই বটে। তবে ঘটনা একটু অন্যরকম। নতুন করে বাস্কেটবল প্রীতির জানান দিয়েছেন বার্সার এই আর্জেন্টাইন তারকা। ২০১৬-১৭ মৌসুম শুরুর আগে আর্জেন্টাইন তারকাকে পাশে পেয়েছে এনবিএর প্রফেশনাল বাস্কেটবল টিম শিকাগো বুলস।
নিজেদের অফিসিয়াল টুইটার পেজে মেসির একটি ছবি পোস্ট করেছে তারা। যেখানে নিজের নামে বুলসের ১০ নম্বর জার্সি হাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
নতুন মৌসুমে বুলসের প্রথম ম্যাচের আগে দশদিনের কাউন্টডাউন বা ক্ষণগণনা শুরু হয় মেসির হাত ধরে। ১০ নম্বর জার্সির মাধ্যমেই তা তুলে ধরা হয়। ছবির ক্যাপশনে লেখা, ‘বুলসের ওপেনিং নাইটের মাত্র ১০ দিন বাকি তা কী উল্লেখ করেছিলাম?’
এর আগে বুলসের জার্সি গায়ে নিজের পোষা কুকুর নিয়ে সেখানকার রাস্তায় হাঁটার ছবি প্রকাশ পায়। এবার একেবারে ‘অফিসিয়ালি’ নিজের ‘মেসি ১০’ জার্সি হাতে পোজ দিলেন মেসি। যেন বাস্কেটবল টিমের হয়ে চুক্তি সই করেছেন!
তবে এটা শুধুই বাস্কেটবল টিমটির প্রচারণার অংশ।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
১৯ অক্টোবর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017