প্রথম পর্ব শেষ শীর্ষে চট্টগ্রাম আবাহনী ও সানডে
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: বৃহস্পতিবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। মধ্যবর্তী দলবদলের জন্য এখন বিরতি।
প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম আবাহনী। এই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গঠন করা চট্টলার ক্লাবটি কক্ষপথেই আছে। আর গোলদাতার শীর্ষে রয়েছে সানডে সিজোবা।
মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ জিতে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। টেবিলের শীর্ষে থেকে প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটাকেও ভালোভাবে এগিয়ে নিচ্ছে দলটি।
১১ ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২৪। তারা ৭ ম্যাচ জিতেছে। ৩ টি ড্র করেছে হেরেছে মাত্র ১টি ম্যাচ। ২১ গোল করেছে, হজম করেছে ৯টি।
ব্যক্তিগত লড়াইয়ে সবার উপরে আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। ১০ গোল করে তিনি আছেন গোলদাতাদের শীর্ষে। ১১ ম্যাচের ৭ ম্যাচেই গোল করেছেন সানডে।
তবে প্রথম পর্বে আশানুরুপ পারফর্মেন্স ছিলনা শেখ রাসেল ও মোহামেডানের। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি প্রথম পর্ব শেষ করেছে ১০ স্থানে থেকে।
১১ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সাদাকালোরা মাত্র একটি ম্যাচ জিতেছে। ৬টি ড্র করে হেরেছে ৪টিতে। আর শেখ রাসেল দ্বিতীয় পর্ব শুরু করবে মোহামেডানেরও নিচে থেকে। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে সাবেক চ্যাম্পিয়ন দলটি।
প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিল
দল খেলা জয় ড্র হার গোল পয়েন্ট
চট্ট.আাবাহনী ১১ ৭ ৩ ১ ২১/৯ ২৪
আবাহনী ১১ ৬ ৫ ০ ১৯/৮ ২৩
রহমতগঞ্জ ১১ ৬ ৪ ১ ২০/১৩ ২২
শেখ জামাল ১১ ৫ ৪ ২ ২৪/১৯ ১৯
মুক্তিযোদ্ধা ১১ ৫ ৩ ৩ ১৮/১২ ১৮
আরামবাগ ১১ ৩ ৬ ২ ১৪/১৩ ১৫
ব্রাদার্স ১১ ২ ৫ ৪ ১৯/২১ ১১
বিজেএমসি ১১ ২ ৫ ৪ ১৩/১৬ ১১
সকার ক্লাব ১১ ২ ৩ ৬ ১০/১৬ ৯
মোহামেডান ১১ ১ ৬ ৪ ৯/১৫ ৯
শেখ রাসেল ১১ ২ ২ ৭ ৬/১৫ ৮
উ.বারিধারা ১১ ২ ০ ৯ ১১/২৭ ৬
লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ১ নভেম্বর।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২১ অক্টোবর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017