ম্যাংগো স্কোয়াডের ‘অস্থির’ দুই বছর
বেস্ট বায়োস্কোপ, ঢাকা:
দুই বছর পাড়ি দিলো বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল ম্যাঙ্গো স্কোয়াড। জনসচেতনতা মূলক এই ইউটিউব চ্যানেলের স্কোয়াড লিডার শামীম হাসান সরকার সেই উপলক্ষ্যে আপলোড করেছেন নতুন ভিডিও। দুই বছর শেষে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা পেরিয়েছে ৮৫ হাজার।

এই চ্যানেলের অধিকাংশ ভিডিওতে ‘অস্থির’ কন্সেপ্টটি লক্ষ করা যায়। তবে এই কন্সেপ্টের বাহিরে গিয়েও কিছু ভিডিও করে দেখিয়েছেন স্কোয়াড লিডার শামীম। জনমনে সেগুলিও ফেলেছে ভালো সাড়া। ভবিষ্যতে আরো নতুন চমক দেখা যাবে কিনা জানতে চাইলে বলেন, ‘একটু বেশি বেশিই দেখতে পাবেন। সামনে নতুন কিছু মজার ভিডিও সিরিজ আসছে। সেগুলির পাশাপাশি অস্থির সিরিজটিও চালু রাখবো। মাঝে প্রায় মাস তিনেক চ্যানেলের কর্মকাণ্ড বন্ধ ছিল। আশা রাখছি সামনে কাটিয়ে উঠে আরো একটিভ হবো।’
পরবর্তী ভিডিও সম্পর্কে জিজ্ঞাসা করলে বলেন, ‘অস্থির মিউজিশিয়ান থ্রি এর পার্ট-২ আসছে সামনে। ইনশাল্লাহ ১ সপ্তাহের ভেতরেই দেখতে পাবেন।’
অস্থির ইউটিউবিং এর পাশাপাশি শামীম অংশ নিয়েছেন বেশ কিছু টিভি বিজ্ঞাপন। এছাড়া সিংগেল নাটক করেছেন প্রায় ৩০টি, সাথে চলছে ২টি ড্রামা সিরিজের কাজ। সর্বোপরি বেশ ব্যস্ত সময় কাটছে এই তরুণ অভিনেতার।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২১ অক্টোবর ২০১৬
২১ অক্টোবর ২০১৬
Latest posts by দুর্বার (see all)
- নতুন পরিকল্পনা নিয়ে আসছে বাংলা টকিজ - December 18, 2017
- বাইকে করে টেকনাফের পথে - November 29, 2017
- নতুন রুপে অবন্তি সিঁথি - November 29, 2016