৮২ সিনেমা হলে ওয়ানওয়ে
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: সারাদেশের ৮২টি মুক্তি পেল ‘ওয়ানওয়ে’। শুক্রবার ইফতেখার চৌধুরীর পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, ববি ও আনিসুর রহমান মিলন।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ৮২টি সিনেমা হল বুক করেছে মুক্তি দেওয়ার জন্য। আরো বেশ কয়েকটি হলের সাথে কথা চলছে বলে জানিয়েছেন নির্মাতা ইফতেখার চৌধুরী। তিনি বলেন, ‘হল মালিকদের চাহিদা দেখে সত্যিই অনেক ভাল লাগছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৮২টি হল বুকিং করা হয়েছে। আশা করছি রাত নয়টার মধ্যে এই তালিকা আরো বাড়বে। কারণ ‘ওয়ান ওয়ে’র চাহিদা রয়েছে অনেক। চাহিদা থাকার কারণটাও বুঝতে পারছি। প্রথম থেকেই বলে আসছি এটি একটি পিওর বাংলা ছবি। আর বাংলাদেশের দর্শক যে এ ধরনের ছবি পছন্দ করেন সেটা হল মালিকরাও জানেন। যার কারণেই তাদের ব্যবসায়িক দিকে লক্ষ রেখে ‘ওয়ান ওয়ে’ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।’
ঢাকার মধ্যে যেসব হলে ‘ওয়ান ওয়ে’ মুক্তি পাবেঃ অভিসার, রাজমনি, পূনম, চিত্রামহল, বিজিবি, আনন্দ, মুক্তি, এশিয়া, নিউ গুলশান, সৈনিক ক্লাব, পূরবী, গীত ও মতিমহল।
ঢাকার বাইরে যেসব হলে মুক্তি পাচ্ছে ‘ওয়ান ওয়ে’ বিজিবি-সিলেট, গুলশান-নারায়নগঞ্জ, দর্শন-ভৈরব, দুলাল-ফেনী, বানী-পাবনা, মনোয়ার-জামালপুর, কাকলী-শেরপুর, গৌরী-শাহজাদপুর, মৌসুমী-সিরাজগঞ্জ, বর্ষা-জয়দেবপুর, পূর্বাশা-সান্তাহার, পান্না-মুক্তারপুর, চাঁদমহল-কাঁচপুর, প্রিয়া-ঝিনাইদহ, হিরামন-নেত্রকোণা, মোহনা-কোনাবাড়ি, মোহন-হবিগঞ্জ, ঝর্ণা-দাউদকান্দি, ভাই ভাই-দেওয়ানগঞ্জ, কল্লোল-মধুপুর, কেয়া-টাঙ্গাইল, ফালগুনী-নগরপুর, কানন-সাগরদি, শাহিন-বল্লা বাজার, নন্দীতা-গাজীপুর, শাপলা-শ্রীপুর, ক্লিওপেট্রা-ধুনট, শাপলা-ভালুকা, অন্তরা-নালীতাবাড়ি, রাজু-ঈশ্বরদি, ছন্দা-কালীগঞ্জ, লাইট হাউজ-পারুলিয়া, অনামিকা-পিরোজপুর, রংধনু-পিরোজপুর, নসীব-শান্তাহার, সোনালী-খোড়াঘাট, আয়না-আক্কেলপুর, জনতা-জলঢাকা, রাধানাথ-শ্রীমঙ্গল, মুন-হোমনা, পলাশ-লাকশাম, শঙ্খ-খুলনা, বিজিবি- ময়মানসিংহ, মনিহার-মাধবপুর, সাগরিকা-চালা, রুমা-মুক্তাগাছা, লালমনি -লালমোহন, অন্তরা- মেলান্দহ, উর্বশী-ফুলবাড়ি, চাঁদনী-ভাঙ্গা, রাজমনি- বোরহানুদ্দিন, সাগরী-চরফেশ্যান, আনন্দ-দৌলতখাঁ, সাধনা-রাজবাড়ি, জয়-সমসের নগর, গ্যারিশন-কুমিল্লা ক্যান্টনমেন্ট, আনন্দ-কুলিয়ারচর, চন্দ্রীমা-শ্রীপুর, বনানী-কুষ্টিয়া, ময়ূরী-বাগআচড়া, জিকো-নাগেশ্বরী, রাজলক্ষী-পাতারহাট, সোহাগ-শটিবাড়ি, বৈশাখি-বাউফল ও কথাচিত্র-কটিয়াদি।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২১ অক্টোবর ২০১৬
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017