দঙ্গলের ট্রেলার বাজিমাত আমিরের
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: আমির খান মানেই যেন বলিউডে অন্য কিছু। প্রতি ছবিতেই নতুন লুক ও কাহিনী দিয়ে ভক্তদের চমক দেখান মিস্টার পারফেকশনিস্ট। এবারের চমক ‘দঙ্গল’। অপেক্ষার অবসান ঘটিয়ে ইউটিউবে মুক্তি পেল দঙ্গল-এর ট্রেলার।
সারা বছর ধরে দর্শকরা আমির খানের সিনেমা দেখার জন্য স্বাগ্রহে অপেক্ষা করে থাকেন। মোটামুটি ভাবে বড়দিন বা নতুন বছরের গোড়ায় মুক্তি পায় তাঁর ফিল্ম। এ বারেও বড়দিনের ছুটির ঠিক আগে আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে আমিরের বহু চর্চিত ছবি ‘দঙ্গল’।
ছবিটির শ্যুটিং চলাকালীনই তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। ইতোমধ্যে ইউটিউবে ট্রেলারটি ৩ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছে। সালমান খান এর সুলতানের জন্য এক দফায় পিছিয়ে দেয়া হয় দঙ্গলের মুক্তির তারিখ। তবে এবার আর কোনো অপেক্ষা নয়, বড়দিনের আগেই মুক্তি পেতে চলেছে সত্য ঘটনার উপর নির্মিত এই ছবিটি।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২২ অক্টোবর ২০১৬
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017