আসছে শীতেই মুক্তি পাচ্ছে ফারুকীর ‘ডুব’
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : মোস্তফা সরোয়ার ফারুকী মাঠে নামছেন নতুন সিনেমা ‘ডুব’ নিয়ে। শীতের মৌসুমেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন দেশের প্রথম সারির এই নির্মাতা। ভারতীয় অভিনেতা ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত ফারুকীর ‘ডুব: নো বেড অফ রোজেস’ সিনেমাটির দৃশ্যধারণ ও ডাবিং শেষে চলছে শব্দধারনের কাজ।
জাজ মাল্টিমিডিয়া এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মীত সিনেমাটির পোস্ট প্রোডাকশানের কাজ চলছে মুম্বাইয়ে। নির্মাতা ফারুকী বললেন, “এই শীতে আমরা রোদ পোহাবো এক আবেগী গল্পে। খুব চেনা গল্প, চেনা আগুন, চেনা উত্তাপ। অনেক দিন, অনেক বছর আমাদের সিনেমায় পরিবারের গল্প দেখি না, খাটের ভাঙা পায়ার মতো আলগোছে ভেঙে যাওয়া মনের গল্প দেখি না। দেখা যাক, সামনের শীতে এইরকম গল্প পোহানো যায় কিনা।”
এর আগে চলতি বছরের ১৬মার্চ ঢাকায় আসেন চলচ্চিত্রটির অভিনেতা ও সহ-প্রযোজক ইরফান খান। টানা ২৫দিন ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শুটিং শেষে ফিরে যান এ অভিনেতা। সিনেমার বাকি কলাকুশলীদের নিয়ে নির্ধারিত সময়েই শুটিং শেষ করেন ফারুকী। সিনেমাটিতে ইরফান ও তিশা ছাড়াও অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২৫ অক্টোবর ২০১৬