ধুমকেতুতে শাকিবের নতুন লুক
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: নতুন সিনেমা ‘ধূমকেতু’ তে অন্য লুক নিয়ে দর্শকদের সামনে আসছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। যৌথ প্রযোজনার ছবি শিকারীর পর থেকেই ভিন্ন ভিন্ন লুকে দর্শকদের চমকে দিচ্ছেন এই তারকা।
সম্প্রতি শাকিব নিজের ফেসবুক পেজে তার লুক প্রকাশ করেছেন।
শফিক হাসান পরিচালিত ছবিটিতে শাকিবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এছাড়াও আরও অভিনয় করেছেন তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ আরো অনেকে।
মুন্নি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির শুটিং ঢাকা, পূবাইলে করা হয়েছে। এ ছাড়াও কক্সবাজারসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ হয়েছে।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২৮ অক্টোবর ২০১৬
Latest posts by Cinema Bioscope (see all)
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017