আরেকটি নতুন ছবিতে মাহিয়া মাহি
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: অনেকদিন পর আবারো আলোচনায় এলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভক্তরা ধারণা করছিলেন বিয়ের পর হয়তোও অন্যদের মতো অভিনয়ে বিরতি নেবেন। তবে ভক্তদের হতাশ করেননি এই অভিনেত্রী।
নিয়মিত ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। পাশাপাশি আসছে মাহির নতুন অনেক ছবির খবরও। কিছুদিন আগে মাহি চুক্তিবদ্ধ হয়েছেন গাজী জাহাঙ্গীর পরিচালিত ‘প্রেমের বাঁধন’, এ কে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’, কাজী হায়াৎ পরিচালিত ‘ঘুম’সহ বেশ কিছু চলচ্চিত্রে। এবার এলো মাহির নতুন আরেকটি ছবির খবর।
শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘গোলাপতলীর কাজল’ ছবিতে অভিনয় করবেন তিনি। এরইমধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিশ্বস্ত সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। তবে পরিচালক বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না। তিনি বলেন, ‘ছবিটা অনেক বড় বাজেট নিয়ে করতে যাচ্ছি। কিছুদিনের মধ্যে বড় অনুষ্ঠান করে সবাইকে বিস্তারিত জানাবো।’
কিছুদিন আগে শামীমুল ইসলাম শামীম তার পরিচালনায় শেষ করছেন ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির শুটিং। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরজু ও পরীমণি। বর্তমানে ছবিটির ডাবিং ও এডিটিংয়ের কাজ চলছে।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২ নভেম্বর ২০১৬
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017