পিএসজি খেলোয়াড়দের সঙ্গে ফেদেরার
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: এর আগেও ফুটবল স্টেডিয়ামে দেখা গিয়েঝে তাকে। তাই রজার ফেদেরারের ফুটবলপ্রেম নতুন কিছু নয়। এবার বিশেষ অতিথি হিসেবে দেখলেন স্বদেশি ক্লাব এফসি বাসেলের খেলা। সুইজারল্যান্ডের বাসেল শহরেই জন্ম এ টেনিস কিংবদন্তির।
তবে নিজের শহরে বসে প্রিয় দলেরর হারই দেখতে হয় এই সাবেক নাম্বার ওয়ানকে। দল হারলেও ম্যাচ শেষে পিএসজি খেলোয়াড়দের চমকে দিতে ভুল করেননি টেনিসের সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ফেদেরার। দেখা করেন ফ্রেঞ্চ জায়ান্টদের হয়ে খেলা বেশ কয়েকজন তারকার সঙ্গে।
অধিনায়ক থিয়াগো সিলভা, মার্কো ভেরাত্তি, লুকাস মৌরা ও মারকুইনহোসের সঙ্গে এক ফ্রেমে বন্দি হন ৩৫ বছর বয়সী ফেদেরার। পরে নিজেদের অফিসিয়াল টুইটার পেজে ছবিটি পোস্ট করে পিএসজি।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৩ নভেম্বর ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017