নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক রুমানা
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : টি-টোয়েন্টি এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল আগেই ঘোষণা করেছিল বিসিবি। আগে নারী ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন জাহানারা আলম। তবে এবার তার পরিবর্তে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে রুমানা আহমেদের হাতে। সোমবার বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি মাসের ২৭ নভেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হবে এ আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে নতুন কোচ সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড ক্যাপেলের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন রুমানা-জাহানারা।
১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল
রুমানা আহমেদ (অধিনায়ক), সালমা খাতুন, জাহানারা আলম, খাদিজাতুল কোবরা, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিমা খাতুন, ফারজানা হক, আয়েশা রহমান, নাহিদা আক্তার, সুরাইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস, পান্না ঘোষ, শারমিন সুলতানা ও শোভানা মোসতারি।
স্ট্যান্ডবাই : সানজিদা ইসলাম, লতা মণ্ডল, শায়লা শারমিন, মোর্শেদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৭ নভেম্বর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017