রবির বিরুদ্ধে ‘আয়নাবাজি’র উকিল নোটিশ
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : আয়নাবাজি’ পাইরেসি হওয়ার ১৫ দিনের মাথায় টেলিকম অপারেটর রবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কনটেন্ট ম্যাটার্স লিমিটেড। ৬ নভেম্বর আইনজীবী হাসান এম এস আজিমের স্বাক্ষরে প্রতিষ্ঠানটির কাছে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
‘আয়নাবাজি’ মুক্তির ২০ দিনের মাথায় রবি’র টেলিভিশন প্ল্যাটফর্মে ছবিটি আপলোড করা হয়। এরপর সেখান থেকে ছবিটি পাইরেসি হয়ে ছড়িয়ে পড়ে মানুষের মুঠোফোন থেকে মুঠোফোনে, এমনই অভিযোগ রয়েছে। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।
উকিল নোটিশ পাঠানোর ব্যাপারে প্রযোজক ও অভিনেতা গাউসুল আলম শাওন বলেছেন, ‘রবি আমাদের তারা ডিজিটাল যে সুরক্ষা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিল, তা তারা একেবারেই দিতে পারেনি। এই বিষয়টি নিয়ে আজ পর্যন্ত রবি আনুষ্ঠানিকভাবে কোনো পরিষ্কার বক্তব্য দেয়নি। তাই চুক্তি ভঙ্গের কারণে আমরা আইনি পদক্ষেপ নিলাম।’
‘আয়নাবাজি’ চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল ও আলোচিত ছবি। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার অভিনয় বিপুলভাবে প্রশংসিত হয়েছে।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
৮ নভেম্বর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017