মারের হাতে বিশ্বসেরার ট্রফি
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : সম্প্রতি প্রথমবারের টেনিস র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। এবার বিশ্বসেরার পুরস্কারও হাতে পেলেন তিনি।
লন্ডনে অনুষ্ঠেয় ‘এটিপি ওযার্ল্ড ট্যুর ফাইনালস’ টুর্নামেন্ট সামনে রেখে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ট্রফির দেখা পান ২৯ বছর বয়সী এ তারকা।
প্যারিস মাস্টার্সে (বিএনপি পারিবাস মাস্টার্স) জোকোভিচ সেমির আগে বাদ পড়ায় ফাইনাল নিশ্চিত করেই অধরা স্বপ্ন পূরণ হয় মারের। এরপর শিরোপা জিতেই সেই উদযাপন সারেন মারে।

এবার বহুল প্রতীক্ষিত ট্রফি হাতে নেন মারে। পাশে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানান জোকোভিচ। সার্বিয়ান আইকন ছাড়াও মেরিন সিলিচ, স্ট্যান ওয়ারিঙ্কা, মিলোস রাওনিক, কেই নিশিকোরি, গায়েল মনফিলস ও ডমিনিক থিয়েমের সঙ্গে ছবি তোলেন মারে।
আগামী রবিবার মৌসুমের শেষ ইভেন্ট এটিপি ওযার্ল্ড ট্যুর ফাইনালস’র পর্দা উঠবে।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
১১ নভেম্বর ২০১৬
১১ নভেম্বর ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017