মুরালিধরনের পরই দ্রুত ৩৫০ উইকেট শিকারী হেরাথ
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: শ্রীলংকান ক্রিকেটারদের মধ্যে সাবেক সতীর্থ মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে কম ম্যাচে ৩৫০ উইকেট শিকারীর তালিকায় নাম তুললেন রঙ্গনা হেরাথ। সব মিলিয়ে সপ্তম বোলার হিসেবে এই তালিকায় নাম উঠলো তার। এই তালিকার অন্য পাঁচ পেস বোলার হলেন- নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, অস্ট্রেলিয়ার ডেনিস লিলি-গ্লেন ম্যাকগ্রা এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ারে ৩৫০ উইকেট শিকারের তালিকায় নাম তুলেন হেরাথ। টেস্ট ক্যারিয়ারের ৭৫ টেস্টেই এমন কীর্তি গড়লেন হেরাথ। ৬৬ ম্যাচে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করে তালিকায় সবার উপরে আছেন মুরালিধরন।
টেস্টে কম ম্যাচেই ৩৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করা বোলাররা :
খেলোয়াড় ৩৫০ উইকেট শিকারের (ম্যাচ) প্রতিপক্ষ ভেন্যু সাল
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলংকা) ৬৬ বাংলাদেশ কলম্বো ২০০১
স্যার রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) ৬৯ ওয়েস্ট ইন্ডিজ ক্রাইস্টচার্চ ১৯৮৭
ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) ৬৯ ভারত ডারবান ২০১৩
ডেনিস লিলি (অস্ট্রেলিয়া) ৭০ পাকিস্তান সিডনি ১৯৮৪
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ৭৪ ইংল্যান্ড লিডস ২০০১
ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ) ৭৫ অস্ট্রেলিয়া ব্রিজটাউন ১৯৯১
রঙ্গনা হেরাথ (শ্রীলংকা) ৭৫ জিম্বাবুয়ে হারারে ২০১৬
অনিল কুম্বলে (ভারত) ৭৭ নিউজিল্যান্ড আহমেদাবাদ ২০০৩
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
১১ নভেম্বর ২০১৬
১১ নভেম্বর ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017