`পিপলস চয়েস অ্যাওয়ার্ডের’ জন্য মনোনীত প্রিয়াঙ্কা
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে তাঁর অভিনয় মন জয় করে নিয়েছিল অসংখ্য আমেরিকাবাসীর। সিরিয়ালের সিক্যুয়েলের জন্য ফের ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
এ বার ‘মোস্ট ড্রামাটিক টিভি অ্যাক্টর’ বিভাগে মনোনীত হয়েছেন তিনি।
ইদানিং হলিউডে বেশ পরিচিত এবং জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। অস্কার অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকাতেও দেখা গেছে তাকে। শুধু তাই নয়, ‘কোয়ান্টিকো’র হাত ধরে হলিউডে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা প্রিয়াঙ্কা হলিউড ফিল্ম ‘বেওয়াচ’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
১৯ মে ২০১৭ মুক্তি পাবে ডোয়েন জনসন (দ্য রক) আর প্রিয়ঙ্কা অভিনীত এই ছবিটি। শোনা যাচ্ছে, ‘বেওয়াচ’ ছবির পরিচালক সেথ জর্ডন বলিউডের ‘দেশি গার্ল’কে দেখেই ছবিতে ভিলেনের চরিত্রে কোনও নারীকে আনার কথা ভাবেন, আর সেই মতো বদলে ফেলেন ছবির চিত্রনাট্য পর্যন্ত।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
১৭ নভেম্বর ২০১৬
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017