চ্যাম্পিয়নশিপ লিগে পুলিশ ফুটবল ক্লাবের তৃতীয় জয়
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয় জয় পেয়েছে পুলিশ ফুটবল ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দিনের একমাত্র ম্যাচে টিএন্ডটি ক্লাবকে ২-০ গোলে হারায় তারা
লিগে এটা পুলিশ ফুটবল ক্লাবের তৃতীয় জয়। অন্যদিকে টিএন্ডটি ক্লাবের চতুর্থ হার।
এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে দুটি গোল হয়। দুটি গোলই করে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের খেলোয়াড়রা। ম্যাচের ৫৯ মিনিটে গোল করে পুলিশকে এগিয়ে নেন কবিরুল। আর ৬৭ মিনিটে কমল গোল করে দলের জয় নিশ্চিত করেন।
৭ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে। অন্যদিকে টিএন্ডটি ক্লাব ৭ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২২ নভেম্বর ২০১৬
Latest posts by Sports Reporter (see all)
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017