টি-টোয়েন্টিতে আফ্রিদির ২৫০
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: বিশ্বের অষ্টম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ উইকেট শিকার করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইটান্সের বিপক্ষে ২ উইকেট নিয়ে আড়াইশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামা আফ্রিদি।
খুলনার বিপক্ষে খেলতে নামার আগে আফ্রিদির ক্যারিয়ার পরিসংখ্যান ছিলো ২২৯ ম্যাচে ২৪৯ উইকেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে আড়াইশ’ উইকেট পূর্ণ করেন।
পরে আরও ১টি উইকেট নিয়ে ম্যাচে নিজের বোলিং ফিগার ৩০ রানে ২ উইকেট দাঁড় করান আফ্রিদি। ফলে এখন তার উইকেট শিকারের সংখ্যা ২৫১।
তবে আন্তর্জাতিক অঙ্গনে এই তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ৩৩৬ ম্যাচে ৩৫৩ উইকেট শিকার করেছেন ব্রাভো। আফ্রিদির পরেই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ২১৬ ম্যাচে ২৪৭ উইকেট শিকার করেছেন সাকিব।
সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ দশ বোলার :
খেলোয়াড় ম্যাচ উইকেট
ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) ৩৩৬ ৩৫৩
লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা) ২২১ ২৯৯
ইয়াসির আরাফাত (পাকিস্তান) ২২৬ ২৮১
আলফানসো থমাস (দক্ষিণ আফ্রিকা) ২২৫ ২৬৩
সাঈদ আজমল (পাকিস্তান) ১৮৩ ২৬০
আজহার মাহমুদ (পাকিস্তান) ২৩০ ২৫৮
ডার্ক ন্যানেস (অস্ট্রেলিয়া) ২১৫ ২৫৭
শহিদ আফ্রিদি (পাকিস্তান) ২৩০ ২৫১
সাকিব আল হাসান (বাংলাদেশ) ২১৬ ২৪৭
সোহেল তানভীর (পাকিস্তান) ২৪০ ২৪৭
বেস্ট বায়োস্কাপ স্পোর্টস
২৩ নভেম্বর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017