ইনজুরিতে গ্যারেথ বেল
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : আর মাত্র ১১ দিন পর চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ। তবে এর আগেই ব্যাপক ইনজুরি ভীতি কাজ করছে রিয়াল দলে। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল।
মঙ্গলবার স্পোর্টিং লিসবনের বিপক্ষে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অংশ নেয়া বেল একঘণ্টা খেলার পরেই ডান পায়ের গোড়ালিতে চোট পান। ম্যাচে ২-১ গোলে জয় নিয়ে লিগের নকআউট পর্ব নিশ্চিত করে রিয়াল।
সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছেন বেল। মোটা অংকে ইউরোপীয় চ্যাম্পিয়ন দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ২০২২ সাল পর্যন্ত।
এদিকে রিয়ালের সামনে রয়েছে বেশ কটি বড় ম্যাচ। আগামী সপ্তাহে এল ক্লাসিকোতে বার্সার মোকাবেলার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়তে হবে তাদের। ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে জাপান সফর করতে হবে রিয়াল মাদ্রিদকে।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২৪ নভেম্বর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017