ইউটিউবে মুখোশ মানুষের ট্রেলার, অশ্লীলতার অভিযোগ
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : মুখোশ মানুষ’ সিনেমার একটি ট্রেলার নিয়ে হৈ-চৈ পড়ে গেছে শোবিজ অঙ্গনে। মাত্র ২ মিনিট ৪৭ সেকেন্ডের ঐ ট্রেলারটি ঘিরে অশ্লীলতার অভিযোগ উঠেছে।
তবে বাংলাদেশি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ছবিটির নায়িকা নওশীন দাবি করেছেন, এতে অশ্লীলতার কিছু নেই। তিনি বলেন, ‘মুখোশ মানুষে’ বিতর্কিত কিছু নেই যতটুকু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে তা গল্পের প্রয়োজনেই। আর ট্রেইলারেও এমন কিছু দেখানো হয়নি যা বিতর্কেরে জন্ম দেবে। তবুও যারা বিতর্ক তুলছেন তাদের বলব মুক্তির পর আগে সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন তারপর ছবিটি সম্পর্কে মন্তব্য করুন।
সম্প্রতি ছবির প্রচারের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে ২ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওতে ট্রেইলার। যাতে দেখা গেছে টানটান উত্তেজনা ও বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য। সেখানে এই তিন তারকার উপস্থিতি ও রোমান্স বেশ উষ্ণতা ছড়িয়েছে। ফলে ছবিটি নিয়ে উঠেছে বিতর্কও।
আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত এ চলচ্চিত্রটি। নওশীন ছাড়াও এতে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল ও কল্যান কোরাইয়া।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২৫ নভেম্বর ২০১৬
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017