ফুটবলকে জেরার্ডের বিদায়
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড। বৃহস্পতিবার নিজের এই অবসরের কথা জানান লিভারপুল লিজেন্ড।
ইংল্যান্ডের হয়ে ১১৪ ম্যাচ খেলা জেরার্ড তিনটি বৈশ্বিক টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছেন। অবসর নিয়ে জেরার্ড বলেন, ‘দারুণ একটি ক্যারিয়ার কাটাতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। লিভারপুর, ইংল্যান্ড ও লস এঞ্জেলেস গ্যালাক্সিতে দারুণ কিছু সময়ের জন্য সবাইকে ধন্যবাদ।’
লস এঞ্জেলেস থেকে অবসর ঘোষণার পর এমকে ডনস এ চাকরির কথা শোনা যাচ্ছিলো তার। তবে বুধবার তিনি জানালেন, এখনই এই পেশায় জড়াতে চান না তিনি।
বর্তমানে উয়েফা-এ কোচিং লাইসেন্স নিয়ে কাজ করছেন জেরার্ড। অ্যানফিল্ডেই কোচ হয়ে ফিরে যেতে চান তিনি। বৃহস্পতিবার এক সাক্ষাতকারে জেরার্ড বলেন, নতুন কোনো ঘোষণার আগে অনেক ভেবে-চিন্তে কাজ করবেন তিনি। তবে খুব শিগগিরই নতুন কিছু করবেন বলে জানিয়েছেন এই লিভারপুল তারকা।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২৫ নভেম্বর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017