আবারো বড়পর্দায় হ্যাপি
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : আবারো বড় পর্দায় হাজির হচ্ছেন বিতর্কিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। বদরুল আমীন পরিচালিত ‘রিয়েল ম্যান’ ছবিটিই হ্যাপি অভিনীত মুক্তি প্রতীক্ষিত একমাত্র ছবি।
বেশ কিছুদিন আগে সেন্সরে ছবিটি জমা পড়ে। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেলো। তবে ছবিটির নাম পাল্টে গেছে। ‘রিয়েল ম্যান’ থেকে ছবিটির নাম রাখা হয়েছে ‘সত্যিকারের মানুষ’।
আর নতুন নামেই মিলেছে ছবিটির সেন্সর ছাড়পত্র। পূর্বের নাম ইংরেজি থাকায় ছবিটির নাম পাল্টে গেছে।
এ সম্পর্কে ছবিটির প্রডিউসার কংকন বলেন, ‘সেন্সর বোর্ড থেকে আমাদের ছবিটির নাম পাল্টে বাংলা দিতে বললে, আমরা নাম পাল্টে ফেলি। গত সপ্তাহে বিনা কর্তনে আমরা সেন্সর ছাড়পত্র পাই। ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথম দিকে ‘সত্যিকারের মানুষ’ মুক্তি দেয়ার ইচ্ছে আছে’।
ছবিটিতে হ্যাপির নায়ক কংকন। এছাড়াও এতে আরো অভিনয় করেছেন সুচরিতা, অমিত হাসান, আলীরাজ, রেহানা জলি ও আরশি। ছবিটির গল্প লিখেছেন ইসহাক ফারুকী। ২০১৪ সালের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হয়েছিলো।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২৬ নভেম্বর ২০১৬
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017