জাহানারাদের শুভকামনা জানালেন মুশফিক
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : আগামী ২৬ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি এশিয়া কাপ-২০১৬। ইতোমধ্যে এশিয়ার সবচেয়ে বড় আসরে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছে জাহানারারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৫ সদস্যের দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন দেশের তারকা অলরাউন্ডার সালমা খাতুন।
আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ দল ভালো করবে বলে আশা করছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। জাহানারাদের শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্ট অধিনায়ক লিখেছেন, ‘টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভকামনা রইলো। আশা করি, এই আসরে তারা ভালো করবে, ইনশাল্লাহ।’
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২৮ নভেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ২৯ নভেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। ৩০ নভেম্বর পাকিস্তান আর ০৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন জাহানারা-সালমারা। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ০৪ ডিসেম্বর।
প্রসঙ্গত, এবারের নারীদের এশিয়া কাপের আসরটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। স্বাগতিক থাইল্যান্ডসহ এশিয়া কাপে অংশ নিচ্ছে ছয়টি দল। দলগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ড।
১৫ সদস্যের নারী দল : জাহানারা আলম (অধিনায়ক), রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কোবরা, রিতু মনি, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস, শারমিন সুলতানা, শোভানা মোসতারি ও সালমা খাতুন।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
২৬ নভেম্বর ২০১৬
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017