নতুন রুপে অবন্তি সিঁথি
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : তিনি রসায়নের ছাত্রী, সে জন্যেই বুঝি কাপ, চামচ, কয়েন সহিত গানের রসায়নেও সিদ্ধহস্ত। হাতের কাছের যাবতীয় সামগ্রী দিয়ে অবলীলায় গেয়ে চলেন গ্রাম-বাংলার সংস্কৃতিবহ গান। কিন্নরী কন্ঠের কাছে যেনো হার মেনে যায় কোকিলের সুমিষ্ট কণ্ঠও।
বলা হচ্ছে বাংলাদেশের প্রথম কাপ সং গায়িকা অবন্তী সিথি’র কথা। সম্প্রতি ডিজে রাহাতের সাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। সিনেআর্টের তৈরি মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন শুভব্রত সরকার। সে প্রসঙ্গেই আলাপ করেন বেস্ট বায়োস্কোপের সঙ্গে।
তিনি বলেন, ‘এতদিন আন-অফিসিয়াল কাজ করার পর এটাই আমার প্রথম অফিসিয়াল কাজ। আর এই কাজের মাধ্যমেই রাহাত ভাইয়ার সাথে পরিচয়। একসাথে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো ছিল।’
কাপ সং নিয়ে সামনের পরিকল্পনা কি জানতে চাইলে জানান, ‘আসলে প্রথমে শখের বসে কাপ সং শুরু করা। সাড়া পাবার ফলেই পরবর্তী কাপ সং গুলো করবার অনুপ্রেরণা পাই। এবং এখন পর্যন্ত মিউসিক ভিডিওটিও ভালো সাড়া পেয়েছে,তাই সামনের দিনগুলিতেও কাপ সং নিয়ে কাজ করবার ইচ্ছা আছে।’
ভক্তদের জন্য কোন চমক থাকবে কিনা সে প্রশ্নের উত্তরে মুচকি হেসে বলেন, ‘আমার মাথায় প্রতিনিয়তই নতুন নতুন আইডিয়া খেলা করে। সাধারণত দৈনন্দিন ব্যবহার্য উপকরণই হয় আমার বাদ্যযন্ত্র। এখানে ভিন্নতা আনতে পারি। সেক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ হবে কাপ সং-এ।’
এতদিন বিভিন্ন গান কভার করেছেন তিনি তবে সামনে একক মৌলিক গান নিয়ে আসছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘অ্যালবামের কাজ চলছে। সামনের বছর হয়তো হাতে পাবেন আশা করি।’
কাপ সং ছাড়াও অবন্তী সিথি পারফর্ম করে যাচ্ছেন স্টেজ শোতে, করছেন প্লে ব্যাক। শত ব্যাস্ততার মাঝেও গানের ভেতরেই নিজেকে জিইয়ে রাখছেন এই তরুণ শিল্পী।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২৯ নভেম্বর ২০১৬
- নতুন পরিকল্পনা নিয়ে আসছে বাংলা টকিজ - December 18, 2017
- বাইকে করে টেকনাফের পথে - November 29, 2017
- নতুন রুপে অবন্তি সিঁথি - November 29, 2016