আমিরকে ফিরিয়ে দিলেন রজনীকান্ত
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : বলিউড সুপারস্টার আমির খানকে ফিরিয়ে দিলেন তামিল সিনেমার কিংবদন্তি নায়ক রজনীকান্ত। মিস্টার পারফেকশনিস্ট সম্প্রতি নতুন সিনেমা ‘দঙ্গল’-এর তামিল সংস্করণে ডাব করার অনুরোধ করেন রজনীকে। কিন্তু রজনীকান্ত প্রস্তাবটি গ্রহণ করেননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যমটির দাবি, রজনীকান্তের জন্য ‘দঙ্গল’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন আমির খান। ওই সময় তামিল সংস্করণে কণ্ঠ দেয়ার প্রস্তাব দেন। কিন্তু ‘রোবট’ তারকা বিনয়ের সঙ্গেই প্রস্তাবটি ফিরিয়ে দেন।
বিখ্যাত কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবনী অবলম্বনে নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত হয়েছে ‘দঙ্গল’। ওই সিনেমায় আরো দেখা যাবে মহাবীরের দুই মেয়ে গীতা ও ববিতার কাহিনী।
সিনেমাটিতে আমিরের বিপরীতে অভিনয় করেছেন টিভি তারকা সাক্ষি তানওয়ার। তাদের দুই মেয়ের চরিত্রে আছেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। ‘দঙ্গল’ মুক্তি পাবে ২৩ ডিসেম্বর।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
১০ ডিসেম্বর ২০১৬
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017