ইতিহাস গড়া হলো না মহিলা ফুটবল দলের
কথা ছিল ইতিহাস গড়ার। পূরণ হলো না। ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশ।
গ্রুপ পর্বে তিন বারের চ্যাম্পিয়ন ভারতের সাথে ড্র করায় এই ম্যাচকে সামনে রেখে স্বপ্ন বেঁধেছিল খেলোয়াড় হতে দেশবাসী সবাই। খেলা শুরুর এগারো মিনিটের মাথায় ভারতের হয়ে গোল করে বসেন দাঙ্গমেই গ্রেসি। ধমে যায়নি বাংলার মেয়েরা। প্রথামার্ধের একবারের শেষ দিকে ৩৯তম মিনিটে স্বপ্নার দেওয়া গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
প্রথমার্ধ দুই দলের সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে ভারত তার আসল রূপ দেখিয়ে দেয়। বাংলাদেশকে চেপে ধরে ৬২তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেয়। নার্গিস খাতুনের ফাউল থেকে আদায় করা পেনাল্টি থেকে ভারতের হয়ে গোল করেন সাসমিতা। চার মিনিট পর আবারও গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ইন্দু মাঠির গোলে ভারত স্কোর লাইন ৩-১ গোলে বাড়িয়ে নেয়।
ভারত সাফ চ্যাম্পিয়নশিপের চার আসরের চারটিই জিতে নিলো। আর বাংলাদেশকে প্রথমবার ফাইনালে উঠে রানার্স আপ হয়েই দেশে ফিরতে হচ্ছে।
- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ : শুরু ৪ই আগস্ট - July 31, 2017
- হার দিয়ে শুরু প্রস্তুতি পর্ব - July 11, 2017
- ওয়ালটন ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠেল যারা - May 23, 2017