শেষ ম্যাচেও জয় পায়নি টিএন্ডটি ক্লাব
মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রোববার নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় টিএন্ডটি ক্লাব মতিঝিল ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। লিগের শেষ রাউন্ডের ম্যাচেও জয় পায়নি দল দুটি। ১-১ গোলের ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে তাদের চ্যাম্পিয়নশিপ লিগ।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কমল বড়ুয়া গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় পুলিশ ফুটবল ক্লাব। বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে টিএন্ডটি ক্লাবের মহিউদ্দিন রাসেল গোল করে ম্যাচে সমতা ফেরান। বাকি সময়ে আর এই সমতা ভাঙেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে উভয় দল।
এ ড্রয়ের ফলে ১৪ ম্যাচের ৪টিতে জয়, ৬টিতে ড্র ও ৪টিতে হেরে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। অন্যদিকে ১৪ ম্যাচের ৪টি জিতে, ৫টি ড্র করে ও ৫টিতে হেরে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করেছে টিএন্ডটি ক্লাব মতিঝিল।
- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ : শুরু ৪ই আগস্ট - July 31, 2017
- হার দিয়ে শুরু প্রস্তুতি পর্ব - July 11, 2017
- ওয়ালটন ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠেল যারা - May 23, 2017