আবার একসঙ্গে সালমান-ক্যাটরিনা
বেস্ট বায়োস্কোপ, ঢাকা : কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’ ছবিতে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফকে । তারপর দুজনের ঘটেছে প্রেম বিচ্ছেদ। তবে ছবিটির সিক্যুয়ালে আবারও এ দুজনকে একসঙ্গে দেখা যাবে।
সম্প্রতি সালমান খান ‘এক থা টাইগার’র দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করেন। যাতে দেখা যায় একই ফ্রেমে মুখোমুখি দাঁড়িয়ে আছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ছবিটির ক্যাপশনে সালমান লেখেন, ‘আবারও একসঙ্গে আমরা। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে।’
পর্দার বাইরের প্রেম না জমলেও দুই তারকার পর্দার রসায়ন বেশ ভালোভাবেই নিয়েছে দর্শকরা। যশরাজ ফিল্মসের ব্যানারে কবির খান পরিচালিত ছবিটির বর্তমানে শুটিং হচ্ছে অস্ট্রিয়ার টাইরলে।
বেস্ট বায়োস্কোপ বিনোদন
২২ মা্র্চ ২০১৭
Latest posts by Cinema Bioscope (see all)
- ডিভোর্স লেটারে যা লিখেছেন শাকিব - December 4, 2017
- আমির নয়, সালমানের সঙ্গে মানুষী - November 29, 2017
- ববি দেওলের অনুপ্রেরণা সালমান - November 28, 2017