অনুর্ধ্ব-১৮ : ঢাকা ও বিকেএসপি ফাইনালে
‘ওয়ালটন অনুর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০১৭’ এর প্রথম সেমি ফাইনালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেএসপির মুখোমুখি হয় সিলেট জেলা দল। পূর্ণ সময়ে কেউ গোল করতে না পারলে অতিরক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেও দুইদল ব্যর্থ হয়। পরে টাইব্রেকারে সিলেট জেলা দলকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে বিকেএসপি।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম জেলা দল এবং ঢাকা জেলা দল। ১০ মিনিটে সাইফ শাহরিয়ারের দেওয়া গোলে এগিয়ে যায় ঢাকা। দ্বিতীয়ার্ধে মমিনুল ইসলামের দেওয়া গোলে জয় নিশ্চিত করে ঢাকা। এবং দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকেট নিশ্চিত করে।
আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে দুইদল লড়বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৩০ এপ্রিল ২০১৭
Latest posts by আহমেদ জামিল (see all)
- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ : শুরু ৪ই আগস্ট - July 31, 2017
- হার দিয়ে শুরু প্রস্তুতি পর্ব - July 11, 2017
- ওয়ালটন ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠেল যারা - May 23, 2017