পুরুষ ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার
বেস্ট বায়োস্কোপ, ঢাকা: ক্লাইরি পোলোসাক, কখনো ক্রিকেট খেলেননি, আম্পায়ার হওয়ার জন্য পরীক্ষা দিয়ে কয়েকবার অকৃতকার্যও হয়েছেন। সেই পোলোসাকই গড়লেন প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষ ক্রিকেট পরিচালনার রেকর্ড।
গত রবিবার নিউ সাউথ ওয়েলন এবং অস্ট্রেলিয়া একাদশের মধ্যকার ওয়ানেড ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন ক্লাইরি পোলোসাক। শুধু তাই নয়, পুরুষদের ক্লাব ম্যাচেও তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। সিডনির হিউস্টলি ওভালের বর্ষিয়ান আম্পায়ার পল উইলসনের সাথে তিনি ম্যাচ পরিচালনা করেন।
২৯ বছর বয়সী ক্লাইরি পোলোসাক অবশ্য চলতি বছর ইংল্যান্ডে নারী বিশ্বকাপ ক্রিকেটে চারটি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। আম্পায়ার হওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি কখনও ক্রিকেট খেলিনি।’ তাছাড়া ক্রিকেটের প্রতি এই ভালোবাসার পেছনে তার বাবা-মায়ের অনুপ্রেরণা কাজ করেছে বলেও জানান, পোলোসাক।
বেস্ট বায়োস্কোপ স্পোর্টস
৮ অক্টোবর ২০১৭
- সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারত - December 20, 2017
- ব্র্যাডম্যান ও চ্যাপেলকে ছাড়িয়ে স্মিথ - December 20, 2017
- ধাওয়ানের সেঞ্চুরিতে সিরিজ ভারতের - December 18, 2017